প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উদযাপন করেছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
বুধবার (২৭ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ কেক কাটেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন আজ (২৭ জুলাই)। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।
একরামুল করিম চৌধুরী বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনা এ দুইজনের স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন পরিশ্রমী, মেধাবী ও পরিচ্ছন্ন জীবন-জীবীকার অধিকারী সজীব ওয়াজেদ জয়। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
এসময় জেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।