× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বেচ্ছাসেবক লীগ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে -রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও প্রতিনিধি

২৭ জুলাই ২০২২, ১০:৪০ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, স্বেচ্ছাসেবক লীগ যেভাবে ঠাকুরগাঁওসহ সারা বাংলাদেশের মানুষের সেবায় নিয়োজিত রয়েছে, সেভাবেই কাজ করে যাবে বলে আশা করি। স্বেচ্ছাসেবক লীগকে আরও সুসংগঠিত করে শক্তিশালী করতে হবে। সেই সাথে এই সংগঠনটি দুঃসময়ে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা অব্যাহত রাখবে।

বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আলোচনা সভার আগে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। 

পরে আলোচনা সভায় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে। সেই উন্নয়নের ধারা ব্যাহত করার জন্য একটি কুচক্রি মহল অনেক ষড়যন্ত্র করছে। আমি বিশ্বাস করি, যত চক্রান্তই করুক বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছি। উন্নয়নের অপ্রতিরোধ্য এ গতিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

স্বেচ্ছাসেবক লীগের উদ্দেশ্যে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগকে এটাই বলবো, তোমাদের কাজ হবে মানুষের জন্য কাজ করা এবং সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো জনগণের সামনে তুলে ধরা। স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। 

স্বেচ্ছাসেবক লীগ একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে এবং নিবেদিতপ্রাণ হয়েই রাজনীতি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাংসদ রমেশ চন্দ্র সেন।  

ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী। 

এছাড়াও বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.