× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সব ধর্মের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই ২০২৪, ১৭:৫২ পিএম । আপডেটঃ ৩০ জুলাই ২০২৪, ১৮:০৭ পিএম

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার পাশাপাশি সব ধর্মের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্ব সাত সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব এ বিষয়ে ব্রিফ করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ অত্যন্ত সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে এবং নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে।’

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সব ধর্মের মানুষের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে তারা শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন, শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের নির্বাহী সভাপতি শ্রীমতি সুবর্ণা ঠাকুর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিশির কুমার বড়াল, সাংগঠনিক সম্পাদক শ্রী মিন্টু বিশ্বাসসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.