× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পাহাড় কাটা, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


রোববার সচিবালয়ে অনুষ্ঠিত ‘চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ ও প্লাস্টিক দূষণ রোধ’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন।


সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পাহাড় কাটা প্রতিরোধে পাহাড়গুলোতে সাইনবোর্ড স্থাপন এবং টহল জোরদার করা হবে। পাহাড় মালিকদের চিঠির মাধ্যমে সতর্ক করা হবে যেন তারা পাহাড় কাটা থেকে বিরত থাকেন। যদি কেউ আইন লঙ্ঘন করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


তিনি আরও জানান, নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। প্যাকেজিং পণ্যে বারকোড বাধ্যতামূলক করার পাশাপাশি বাজার ও সুপারশপে মোবাইল কোর্ট পরিচালনা এবং পলিথিন ভর্তি ট্রাক আটকানোর বিষয়েও তিনি জোর দেন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা।


এছাড়া চট্টগ্রাম বিভাগের সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের সদস্য, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা অনলাইনে সভায় অংশ নেন। তারা নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।


সংবাদ সারাবেলা/২২ডিসেম্বর/মির

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.