× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২ পিএম । আপডেটঃ ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৪ পিএম

সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকবর্তমান সময়ে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি জানান, সরকার সাংবাদিকদের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা আশা করে।

মঙ্গলবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দিয়ে নাহিদ ইসলাম বলেন, “সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব ও অপপ্রচার প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ, আর এটি মোকাবিলায় সাব-এডিটরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “গণমাধ্যমকে শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। এ কমিশনের মাধ্যমে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব জমা দিতে সাব-এডিটরদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি, ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।”

মতবিনিময় সভায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দ সাব-এডিটরদের পদোন্নতির ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা জানান, দক্ষতা উন্নয়নে যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা অত্যাবশ্যক। একইসঙ্গে ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, এবং অন্যান্য সদস্যবৃন্দ।


সংবাদ সারাবেলা/২৪ ডিসেম্বর/ মির

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.