× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে ব্যর্থতার দায় স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৬ ডিসেম্বর) সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ারফাইটার সোয়ানুর জামান নয়ন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন রাস্তায় দাঁড়িয়ে আগুন নেভানোর কাজ করছিলেন তখন পুলিশ কেন রাস্তা বন্ধ করে দেয়নি এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নের উদ্রেক ঘটেছে। আগুন নেভানোর সময় পুলিশ রাস্তা বন্ধ করে দিলে এ দুর্ঘটনা ঘটত না, এর দায় কী  স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন? এ প্রশ্ন করা হলে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নয়নের মৃত্যুর ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরে আজ (২৬ ডিসেম্বরদুপুর ২টা ২০ মিনিটে ফায়ারফাইটার শোয়ানুর জামান নয়নের জানাজা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এই ব্যর্থতার দায় স্বীকার করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এই ঘটনার বিচার অবশ্যই হবে। আমার একজন কর্মী মারা গেল এর ব্যর্থতা আমার। ঘটনায় আমি শোকাহত। অল্প বয়সে এই ছেলেটা চলে গেল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তো তার মা-বাবার। অন্য সবাই কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে কিন্তু তার মা-বাবা কিন্তু এই মৃত্যু ভুলতে পারবে না।

এর আগে বেলা ২টা মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদর দপ্তর প্রাঙ্গণে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়। সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.