বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ বিষয়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ সচিবালয় দেশের প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। সেখানে দিনরাত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এমন ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে ঘটল, তা আমাদের বোধগম্য নয়। এই অগ্নিকাণ্ড কোনো নাশকতার অংশ কিনা, তা খতিয়ে দেখা জরুরি।”
তিনি আরও বলেন, “দেশবাসীর মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, এটি অত্যন্ত পরিকল্পিতভাবে শান্তি-শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে সংঘটিত ষড়যন্ত্রের অংশ হতে পারে। একইসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোর অবহেলা বা অসতর্কতা আছে কিনা, সেটিও তদন্তের আওতায় আনতে হবে।”
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, “অগ্নিকাণ্ডের ঘটনা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের প্রতি তাদের দায়িত্ব পালনে আরও সতর্ক এবং সচেতন হতে হবে।”
সচিবালয়ে অগ্নিকাণ্ডের এই ঘটনায় সঠিক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি