দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: শীত আসছে? বিয়ের কথা ভাবছেন? আমি তো ভাবছিলাম লাউ দিয়ে শোল মাছের ঝোলের কথা। প্রয়োজনকে গুরুত্ব দিন। বিলাস প্রয়োজনের তালিকায় চলে আসতে পারে। আপনি পকেট ভারী রাখুন। বিলাসের নতুন সংজ্ঞা প্রতিষ্ঠা করুন আপনার জীবনে। সোজা কথায় লেভেল বাড়ান। শুভ সংখ্যাঃ ৯০। শুভ রংঃ কালো, ধূসর, সবুজ।ই
বৃষ [২১ এপ্রিল-২০ মে]: বেশকিছুদিন আগে বেশকিছু জায়গায় বেশকিছু পদে আবেদন করে রেখেছিলেন, ডাক পেতে পারেন কোথাও থেকে। ইন্টারভিউয়ে যাওয়ার জন্য জুতা পরিষ্কার করে রাখুনা আজকে। আর্থ্রাইটিস ভোগাবে। বন্ধুদের মধ্যে নিজেকে একা লাগে? একা থাকলে বন্ধুদের মিস করেন? আজ নতুন বন্ধু বানাবেন ভাবছেন? আপনি মনোবিদের পরামর্শ নিন। যতই বন্ধু বানান লাভ নাই। শুভ সংখ্যাঃ ৭,৪৫। শুভ রংঃ শ্যাওলা পরা প্রাচীরের রং।
মিথুন [২১ মে-২০ জুন]: নতুন একটা সিনেমা দেখে ফেলুন সময় বের করে আজকে। প্রিয়জনের সঙ্গে এককথায় দু’কথায় কঠিন ঝগড়া লাগতে পারে। ঝগড়ায় তৃতীয় পক্ষের কালো হাত ভেঙে দিন গুঁড়িয়ে দিন। না না বাদ দেন, এরা বেঁচে আছে তৃতীয় পক্ষ হয়ে মানুষের বিবাদে বাম হাত ঢোকানোর জন্য। হাত ভাঙলে পরে ভিক্ষে করে খাবে নাকি? এদের পাশে দাঁড়ান। একদম গা ঘেঁষে দাঁড়ান। এরপর আস্তে করে কানে কানে বলে দিন, দৌড়া শা**! শুভ সংখ্যাঃ ৬,৩০। শুভ রংঃ গোলাপি।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে বিবাদে জড়াতে হতে পারে। হাতের লেখা পরিষ্কার রাখুন। মানুষ এসে মন পড়বে না। লেখা পড়বে। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ নীল।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: কিছু বিষয়ে বিষদ জ্ঞান না থাকার কারণে আপনাকে ভুলভাল বুঝিয়ে ঠকিয়ে দেবে। রাস্তাঘাটে হাতাহাতিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যাঃ ৭৭। শুভ রংঃ পীত রং।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: আজকে আপনার মন ভাল নেই! চর্মরোগে আক্রান্ত হতে পারেন। মাছেল তেলে মাছ ভেজে কি চমৎকার কাজ করে ফেলেছেন ভাবছেন, ভেবে ভেবে বাসায় আয়নায়, শোকেসের গ্লাসে নিজেকে দেখছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এসব ভাবভঙ্গি করতে করতে দেখেন বিড়ালে মাছ নিয়ে গেছে? অর্জন নিশ্চিত করে উদযাপন করুন। শুভ সংখ্যাঃ ৬,৯। শুভ রংঃ সোনালি।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: ডাস্ট অ্যালার্জি ভোগাবে। আরও ভোগাবে ‘আমার ডাস্ট অ্যালার্জি আছে’ এটা যত্রতত্র বলে বেড়ানো। দেনা মিটিয়ে ফেলুন। পারিবারিক বন্ধন অটুট রাখবে বলে যেসব সয়াবিন তেলের অ্যাড দেওয়া হয়, নিয়ে আসুন ঘরে আজকে ২-৫লিটারের এক বোতল। শুভ সংখ্যাঃ ৮,২০। শুভ রংঃ সোনালি।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: বৈবাহিক জীবনে টানাপোড়েন আসবে। এর তার কাছে না গিয়ে রেজিস্টার্ড পরামর্শকের কাছ যান। কর্মস্থলে দিনটা এলোমেলো যাবে। দিনের শেষে ভাল কিছু অপেক্ষা করছে। বেকায়দা জায়গায় বেকায়দাভাবে পড়ে যেতে পারেন। দেখেশুনে হাঁটুন। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ আপনার প্রিয় কাগুজে নোটের রং।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: জমিজমা সংক্রান্ত ভাল প্যাঁচে পড়তে যাচ্ছেন। চোখে ধূলাবালি এসে পড়তে পারে ঠিক রাস্তা পার হওয়ার সময়। দৃঢ় পায়ে হাঁটুন। আঁশযুক্ত খাবারের অভাবে পাকস্থলী, ও অন্ত্রে সমস্যা হবে। খবর দেখেন না কেন? এটা আপনাকে বিপদে ফেলতে পারে। শুভ সংখ্যাঃ ২+২=৪। শুভ রংঃ লাল।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: যা কিছু চিরস্থায়ী ভেবে একদম নিশ্চিন্তে ঢেঁকুর তুলছেন, সেসব এলোমেলো হয়ে গেলে বসে বসে হেঁচকি তুলতে হবে। সম্পদকে ফেলে না রেখে কাজে লাগান। সম্পদ বাড়ান। শুভ সংখ্যাঃ ৭,৯,১১,১৫। শুভ রংঃ অফ হোয়াইট।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: শীতকালীন সবজির যে প্রজেক্টগুলো করছেন, ভাল ফলন আসছে, আগাম ফলন। বিক্রি হচ্ছে ভাল দামে। তবে কোন ফাঁকে এক ক্ষতিকর পোকা এসে একটা দুটো গাছে আক্রমণ করেছে আপনি জানেন না, সামনে পুরো প্রজেক্টে এই পোকার আক্রমণ ঠেকাতে আজকেই গিয়ে একটু চেক দিতে হবে। তাছাড়া হাইব্রিড যেসব নতুন সবজি/ফলের চাষ করছেন এবারই প্রথম, সেগুলোর জন্য কি কি বাড়তি করতে হবে তা জেনে শুনে নিন। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ হলুদ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh