গত (২৬ নভেম্বর) বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না হওয়ায় আদালত এলাকায় সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি চন্দন দাস হত্যা মামলার দায় স্বীকার করে আজ (৯ ডিসেম্বর) ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান।
এ ব্যাপারে আদালতের বেঞ্চ সহকারী আজ (৯ ডিসেমবর) দুপুর ৩টায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এরপর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আসামি চন্দন দাস আলিফ হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান বলেছেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য চন্দন দাসকে হাজির করা হয়। জবানবন্দি শেষ হলে তাকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে।