দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: সামনে আসছে বড়দিন যেদিন আপনি উত্তর গোলার্ধে বসবাস করেন বিধায় টেকনিক্যালি দিন ছোট। এদিক সেদিক বিক্ষিপ্ত মন কেন্দ্রীভূত না করতে পারলে তাল হারানোর ভয় থেকে যাচ্ছে আপনার জন্য। বাজারে ঠকাবে। শুভ সংখ্যাঃ ৭৭৭। শুভ রংঃ সাদা।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]: আপনি যে দৌড়ানোর সময়েও ঝিমান এতে আপনার ব্রেইন কনফিউজড হয়ে যায়। মানব মস্তিষ্ককে কনফিউজ করা যাবে না, এতে শীতকালে কাদায় পড়বেন। একটা রিস্টার্ট ন্য আলতো গা ঝাড়া দিলেই চলবে। টাকা পয়সার হিসেবে বাড়তি মনোযোগ দিন। মস্তিষ্ক কে ঠান্ডা না রাখলে এই শীতে আর শীত উপভোগ করা হবে না। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ সবুজ।
মিথুন [২১ মে-২০ জুন]: সম্প্রতি মার্কিন এক ওয়েবসাইট থেকে মিথুন রাশির লোকেদের ওপর একটি জরিপ চালিয়েছে যেখানে বেরিয়ে এসেছে যে আপনারা সবচেয়ে বেশি যেই নির্দেশনা সাইন বোর্ড এড়িয়ে যান সেটা হচ্ছে “থামুন”। ভাই আর না এবারে আপনারা প্লিজ থামুন, রেস্ট নেওয়া জরুরি। আপনারা প্রয়াত চিত্রনায়ক মান্না ভাইয়ের বিখাত ‘মেশিনম্যান’ নন। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রংঃ কালো।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: আগের সপ্তাহে কিছু তালিকা করেছিলেন এসপ্তাহে কিছু জমিয়ে রাখা কাজ সেরে ফেলবেন। তালিকা সুদ্ধ পুরো প্ল্যানটাই ভেস্তে দিয়েছেন? তালিকা নয় সামনে যা পান বাকি আছে শেষ কইরে ফেলান। মাইরা ফেলা মাইরে ফেলান ইঁদুর গুলা মাইরা ফেলান। শুভ সংখ্যাঃ ৪৩২। শুভ রংঃ গোলাপি।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: সারাটা পথ ঘুমিয়ে মিস করেন সকালের সব অসাধারণ ভিউ প্রতিবার এবারের শীতে ট্যুরে গেলে প্লিজ একটু জেগে থেকে দেখুন, সকালটা বাস/ট্রেনের জানালায়। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ লাল।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: বিয়েটা সেরে ফেলুন, শীত তো সবে শুরু। আজকাল শর্ট নোটিশে বড় ঘটনা ঘটে যায়। আপনার লং হিস্টোরি থাকলে তো জোস না হলে শর্ট নোটিশেই ঘটিয়ে ফেলুন ঘটনাটি। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ বেগুনি।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: সম্পত্তি নিয়ে প্যাঁচঘোচে পড়বেন। বেশকিছুদিন এসব চলবে। তবে এটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে তাই ভাল করে প্যাঁচঘোচ মেটান। ঘাবড়ানো যাবেনা। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ অফ হোয়াইট।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: আচ্ছা আপনাদের জন একটা প্রশ্ন আছে। ৮৪০ থেকে ৮৪ বাদ দিলে কত থাকে ০ না ৭৫৬ সেটা বলেন তো? বলেন তো কনফিউশন টা কোথায় গ্রামারে না ম্যাথে? কোনটা ভাল জানেন আপনি? সেটা একদম কমার্শিয়াল বাজারি কাজে লাগিয়ে আগে টাকা টা গুছিয়ে নিন। শীতের এখনও বাকি আছে দেড়- দুই- আড়াই মাস। একটা ট্রিপ তো দিতে হবে নাকি? শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ লাল।
ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: সাবেক অর্থমন্ত্রীর দুর্নীতির কিচ্ছা কিন্তু পরবর্তী অন্য কোন সময়ের কোন অর্থমন্ত্রী-ই গায়। পরবর্তীতে সেও আবার সাবেক হয়। এটা মাথায় রাখবেন। সফলতা আসন্ন। কুয়াশায় ফেরি আটকে থাকলেও আপনার সফলতা আসবেই। শুভ সংখাঃ ৫৫৫। শুভ রংঃ নীল।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: কিছুদিন মানানোর কিছুদিন নিজেকে বানানোর। নিজেকে এমনভাবে ‘বানান’ দিতে হবে যেন মানিয়ে চলার ব্যাপারটা টক্সিক না হয়ে সৌহার্দ্যপূর্ণ হয়। শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ কালো।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: কিছুদিন বিবাদ চলবে পারিবারিক। শীতের সন্ধ্যায় একদিন সবাই বসে চায়ের টেবিলে সমঝোতায় আসুন। সম্পর্ক রক্তের হলেও রক্তের উষ্ণতা মাঝে মাঝেই কমে যায় মানুষের শরীরে বৈজ্ঞানিক ভাবেই। তাই উষ্ণতা বাড়াতে চায়ের জুড়ি মেলা ভার। শুভ সংখ্যাঃ ৬৯। শুভ রংঃ ছাইরং।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: এই শীতে প্রচুর এনজয় করবেন, তবে কুয়াশায় সাবধানে গাড়ি চালাবেন। একটি দুর্ঘটনা, সারাজীবনের কান্না, সঙ্গে জেল জরিমানা, বিক্ষোভ অশান্ত পরিবেশ। এসব এড়াতে সাবধানে। শুভ সংখ্যাঃ ১২। শুভ রংঃ পিচ ব্ল্যাক।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh