ছবিঃ সংগৃহীত।
আজ ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটিকে ঘিরে নানা আয়োজন করেছে দেশের নামীদামী সব তারকা হোটেলগুলো। বাহারি সব খাবার-মিষ্টান্ন, চোখ ধাঁধানো সাজসজ্জায় ভরে উঠেছে এসব হোটেল। সাথে ঝোলাভর্তি উপহার নিয়ে শিশুদের অপেক্ষায় থাকবেন সান্তা ক্লজ। চলুন দেখে আসা যাক আজ কোন কোন হোটেলগুলোতে বড়দিন উপলক্ষ্যে বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
প্যান প্যাসিফিক
সোনারগাঁও
বড়দিনের আলোকসজ্জায় সেজেছে প্যান প্যাসিফিক সোনারগাঁও। হোটেলের প্রবেশমুখে একটা রেইনডিয়ার বানানো হয়েছে। ভেতরে টেরাকোটা চত্বরেও চোখে পড়বে বিশেষ আলোকসজ্জা। পাশেই আজ সারপ্রাইজ উপহার নিয়ে শিশুদের জন্য অপেক্ষায় থাকবেন সান্তা ক্লজ। ক্রিসমাস ট্রিতে সাজানো হয়েছে হোটেলের লবি ও ক্যাফে বাজার। সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পুল সাইডে (ওয়েসিস) শিশুদের জন্য থাকছে ক্রিসমাস কিডস কার্নিভ্যাল। যেখানে এবার বিশেষ আকর্ষণ ‘টগি ফান ওয়ার্ল্ড’। এখানে গেম রাইড, পাপেট শো, জাদু প্রদর্শনী, নাগরদোলাসহ নানা কিছু রাখা হয়েছে। জনপ্রতি ১ হাজার ৫০০ টাকার টিকিটে এই কার্নিভ্যালে অংশ নিতে পারবেন শিশু ও প্রাপ্তবয়স্করা। নির্দিস্ট ব্যাংকের কার্ডে মিলবে নানা রকম ছাড়।
হোটেলের
ক্যাফে বাজারে আয়োজন করা হয়েছে বড়দিনের বিশেষ বুফে ডিনার। পুল ক্যাফেতে থাকছে লাইভ গান শুনতে শুনতে বুফের ব্যবস্থা। হোটেলের লবি লাউঞ্জ থেকে কেনা যাবে ক্রিসমাস গুডিজ, কেক, পেস্ট্রি ইত্যাদি।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
ইন্টারকন্টিনেন্টালে
আজ ক্রিসমাস আয়োজনে থাকছে থিমভিত্তিক বুফে ব্রাঞ্চ। জনপ্রতি ৭ হাজার ৫০০ টাকা, সেই
সঙ্গে হোটেলের পুলে বিনা মূল্যে সুইমিং করা যাবে। ৯ হাজার টাকায় করা যাবে বুফে ডিনার।
ক্রিস্টমাস কিডস ওয়ান্ডারল্যান্ডে শিশুদের জন্য থাকছে জমকালো সব আয়োজন। যেখানে সান্তা
ছাড়াও থাকবে বাবল হাউস, জাদুকর, মেরি গো রাউন্ড, বাউন্স ক্যাসেল, চো চো ট্রেন, আইসক্রিম,
ক্যান্ডি, কেকসহ নানা কিছু। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই আয়োজন উপভোগ করা যাবে
তিন হাজার টাকায়।
দ্য ওয়েস্টিন ঢাকা
ক্রিসমাস উপলক্ষে গুলশানের এই হোটেলে ক্রিসমাস ব্রাঞ্চ ও ডিনারের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ব্যাংকের কার্ডে একটা কিনলে বিনা মূল্যে আরও একটা বা দুটি পাওয়া যাবে। আছে রিগ্যাল ক্রিসমাস ডিনার নামে ছয় কোর্সের বিশেষ আয়োজন। হোটেলের বলরুমে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে ক্রিসমাস কিডস পার্টি। ক্রিসমাস ইভ ডিনার, বিশেষ বারবিকিউ পার্টি, ক্রিসমাস গুডিসহ নানা আয়োজন আছে।
শেরাটন ঢাকা
বনানীর হোটেল
শেরাটনে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে ক্রিসমাস পার্টি। কিডসমাস নামের গার্ডেন থিমের
এই পার্টি চলবে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। হোটেলের ১৪ তলার আলফ্রেস্কোতে
জনপ্রতি তিন হাজার টাকায় সেখানে প্রবেশ করতে পারবে দুই বছরের বেশি বয়সীরা। আর এর চেয়ে
ছোট শিশুরা কমপ্লিমেন্টারি হিসেবেই আসতে পারবেন। নানা রকম খাবার ছাড়াও সেখানে ইনডোর
গেমস, রাইড, সৃজনশীল প্রতিযোগিতা, জাদু, পাপেট শো রাখা হয়েছে। হোটেলের দ্য গার্ডেন
কিচেনে থাকছে ক্রিসমাস বুফে ডিনার ও লাঞ্চ। খরচ পড়বে যথাক্রমে ৯ হাজার ৯৫০ টাকা ও ৭
হাজার ৪৫০ টাকা। ইউমি প্যাকেজে মিলবে ক্রিসমাস থিমের ডেজার্ট ও সাত কোর্সের বিশেষ সেট
মেন্যু।
লা মেরিডিয়ান ঢাকা
ক্রিসমাসের
সবচেয়ে আকর্ষনীয় অংশ কিডস পার্টির আয়োজন পুল সাইডে করেছে লা মেরিডিয়ান। হোটেলের লেটেস্ট
রেসিপি রেস্তোরাঁয় করা হয়েছে বুফে ব্রাঞ্চ ও ডিনারের আয়োজন। বেশ কয়েকটি ব্যাংকের কার্ডে
‘বাই ওয়ান গেট টু ও থ্রি' অফারে একজনের খাবারের দামে মিলবে দুই বা তিনজনের খাবার। সেট
মেন্যুতেও এদিন বিভিন্ন কার্ডে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।
র্যাডিসন ব্লু, ঢাকা
শিশুদের জন্য
র্যাডিসন রেখেছে জিঙ্গেল অ্যান্ড জয় কিডস ক্রিসমাস। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
চলবে শিশুদের নিয়ে এই বিশেষ পর্ব। জনপ্রতি ১ হাজার ৯০০ টাকার এই ক্রিসমাস পার্টিতে
মিলবে সান্তা ক্লজের উপহার, লাইভ মিউজিক, অ্যামিউজমেন্ট গেম, ক্লাউনের সঙ্গে খেলাধুলা,
মুখরোচক খাবার। র্যাডিসনের ওয়াটার গার্ডেন টেরেসে চলবে এই থিম পার্টি। ক্রিসমাস উপলক্ষে
হোটেল রুমেও মিলবে বিশেষ ছাড়। ৯ হাজার ৫০০ টাকা থেকে মিলবে নানা প্যাকেজে রুম।
আমারি ঢাকা
গুলশানের এই হোটেলে শিশুদের জন্য থাকছে ক্রিসমাস কিডস ওয়ান্ডারল্যান্ড পার্টি। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্র্যান্ড বলরুমে এই আয়োজন চলবে। আছে বিশেষ ক্রিসমাস বুফে ডিনারও।
সূত্রঃ প্রথম আলো।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh