রত্নগর্ভা মাতা রিজিয়া বেগম আর নেই। আজ ২৮ ডিসেম্বর শনিবার সকাল দশ টায় উত্তরা ক্রিসেন্ট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু বরণ কালে বয়স হয়েছিলো ৮৯ বছর।
রত্নগর্ভা মাতা রিজিয়া বেগম মৃত্যু কালে তিনি ছয় ছেলে, তিন মেয়ে ও নাতি নাতনি রেখে যান। যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত ও দেশ বিদেশে বিভিন্ন বিশ্ববিদালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
২০১৭ সালে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার কারণে রত্নগর্ভা স্বর্ণ পদক ২০১৬ খেতাব অর্জন করেছেন। ১৯৮৩ সালে স্বামী হারানোর পর জীবন যুদ্ধে সাহসী ও মহিষী নারী ছিলেন। সততা ও নৈতিকতার এক অনন্য নজির যা তিনি সন্তান সহ জেনারেশন টু জেনারেশন ধারণ করে যাওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মহুরুম কফিল উদ্দিন বিশ্বাসের স্ত্রী ছিলেন।
মহুরুমার প্রথম জানাজা মিরপুর ১০ নং ফকির বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা আগামীকাল সকাল নয়টায় তার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে এবং সেখানে দাফন করা হবে।
রত্নগর্ভা মাতা রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আর.কে রিপন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং দৈনিক মানবাধিকার প্রতিদিনের সম্পাদক-প্রকাশক খন্দকার আছিফুর রহমান।
শোক বিবৃতিতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।