× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোবিন্দগঞ্জে ইট ভাটায় আশ্রয়ণ প্রকল্পের ৩২ ঘর নির্মাণ, মান নিয়ে প্রশ্ন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

২২ মার্চ ২০২২, ০৩:৫৯ এএম

ইট ভাটার ভেতরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ করা হচ্ছে। ছবি: সংবাদ সারাবেলা

মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ করছে বাংলাদেশ সরকার। গোবিন্দগঞ্জে প্রকল্প-২ এর আওতায় কামারদহ ইউনিয়নে ৩৭ টির মধ্য ৩২ টি ঘর চলমান এক ইট ভাটার ভেতরে নির্মাণ করা হচ্ছে। ওই ভাটার ভেতরে আশ্রয়ণ প্রকল্প কতটুকু পরিবেশ বান্ধব তা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে।

সচেতন নাগরীকের। ইট ভাটার ইট পোরা গন্ধ, ধুলাবালি, ইট পোরার যে কালো ধোয়া তার ভেতর ভূমিহীনদের ঘর কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

এলাকাবাসী জানায়, বিশ বছর আগে ওই ইটভাটার চিমনি নির্মাণ করা হয়েছে। চিমনিটি খুবই ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ঝুঁকিপূর্ণ চিমনির নিচে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে। যা অত্যন্ত বিপদজনক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন জানান, ঘর নির্মাণের কাজ শেষ হলে সরকার ওই ইট ভাটা বন্ধ করার ব্যবস্থা করবে।

তিনি আরও জানান, গোবিন্দগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের মধ্য সবচেয়ে গুরুত্ব পাবে কামারদহ আশ্রয়ণ প্রকল্প। কারণ এই গুচ্ছ গ্রামটি হাইওয়ে থেকে অনেক কাছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক অলিউল রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.