× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবশেষে জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন কাল

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি ২০২৪, ২০:১৩ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্যরাও শপথ নিচ্ছেন আগামীকাল বুধবার।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। আগের ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে।

বুধবার সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সব সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।  

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বাংলানিউজকে জানিয়েছিলেন, দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ অধিকাংশ নবনির্বাচিত সংসদ সদস্য ঢাকার বাইরে থাকায় তারা বুধবার শপথ নিচ্ছেন না।

তিনি বলেছিলেন, আগামীকাল আমরা শপথ নিচ্ছি না। বৃহস্পতিবার সকাল ১১টায় আমরা নির্বাচিতদের নিয়ে একটি বৈঠক করব এবং ওই দিন বিকেল ৩টায় শপথ নেব।

উল্লেখ্য, বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে, গত ৭ জানুয়ারি রোববার সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন, জাতীয় পার্টি ১১ আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন। ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও কল্যাণ পার্টির একজন করে জয়ী হয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.