× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাবনায় ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন

রাকিব হাসনাত, পাবনা প্রতিনিধি।

০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৮ পিএম

ছবিঃ রাকিব হাসনাত

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় টেকসই ও অর্থবহ করতে ১৬ বছর পর প্রকাশ্যে রুকন সম্মেলন ও শিক্ষা বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলা শাখা। শনিবার (০৭ সেপ্টেম্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত দারুল আমান ট্রাষ্টের আলহাজ্ব আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলার আমীর আব্দুর রবের সভাপতিত্বে ও সেক্রেটারী ইবরাহিম খলিল আইনুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন, বগুড়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হোসাইন। এসময় পাবনা সদরের ১০ টি ইউনিয়নের সকল রুকন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু তালেব মন্ডল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের এ বিজয় টেকসই ও অর্থবহ করতে দল-মত-নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রুকনদের কার্যকর ভূমিকা রাখতে হবে। সকল পর্যায়ে দায়িত্বশীল মানুষ তৈরি করতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে স্বৈরাচার সরকার পালিয়েছে। এখন দেশটাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। ষড়যন্ত্রকারী গোষ্ঠী যেন সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ভ্রাতৃত্ব বজায় রেখে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।

তিনি আরও বলেন,‘আওয়ামী-বাকশালীরা মানুষের মর্যাদা দেয়নি, বরং আমাদের ক্ষেত্রে সব সময় শূন্য সহনশীলতা দেখানো হয়েছে। আমাদের ওপর অঘোষিতভাবে দেখামাত্র গুলির নির্দেশ আগে থেকেই ছিল। এমন কোনো জুলুম-নির্যাতন নেই যা আমাদের ওপর চালানো হয়নি। প্রথমসারির সকল নেতাকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি। বরং শত শাহাদাত ও জুলুম-নির্যাতনের পথ ধরেই জামায়াত কাঙ্খিত গন্তব্যে সফলভাবেই অগ্রসর হচ্ছে। আগামী দিনে মানবতার মুক্তির জন্য বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.