× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'ছাত্র শিবির বিপ্লবী মুজাহিদের কাজ করেছে'

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি।

২২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৯ পিএম

ছবিঃ মাহমুদ খান

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ছাত্রশিবির একই সাথে নিজেদের ভালো ছাত্র হওয়ার পাশাপাশি, সবচেয়ে দেশ প্রেমিক একজন নাগরিক হিসেবে গড়ার পাশাপাশি, একজন বিপ্লবী মুজাহিদের কাজ করেছে। অসংখ্য ছাত্রদের কে তারা ইসলামের দিকে, ইসলামের সুমহান আদর্শের দিকে, ইসলামের কল্যাণকর একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আহ্বান করেছে, অনুপ্রাণিত করেছে, উদ্বুদ্ধ করেছে। 

তিনি বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বাধা-বিপত্তি কাটিয়ে শাহাদাতের নজরানা দিয়ে আজকে এখন পর্যন্ত এসেছে।

গত শনিবার (২১ সেপ্টেম্বর) মাগরিবের পর নগরীর অভিজাত সম্মেলন হলে সিলেট মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অথিতির বক্তব্য তিনি এসব কথা বলেন। 
এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অবিভাবকদের প্রতি সন্তানদের কে ছাত্রশিবিরের মত প্রতিষ্ঠানে তুলে দেয়ার আহ্বান জানান।

দীর্ঘ দেড় যুগ পর ছাত্রস শিবিরের সুধী সমাবেশে সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিসবাহ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.