× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাষ্ট্রপতির অনুষ্ঠানে ফোন হারালেন মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট

১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০ এএম । আপডেটঃ ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ এএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (১৬ ডিসেম্বর) বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে অনুষ্ঠানে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নিজের মোবাইল ফোন হারিয়ে ফেলেছেন।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে মির্জা আব্বাস যেখানে বসেছিলেন, তার পাশের একটি চেয়ারে মোবাইল ফোনটি রেখেছিলেন। পরে ফোনটি আর খুঁজে পাননি।


শায়রুল জানান, বিষয়টি তিনি রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীনকে বিষয়টি জানিয়েছেন।


এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। খালেদা জিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারলেও বিএনপির পক্ষ থেকে এক প্রতিনিধিদল অনুষ্ঠানে যোগ দেন।


প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, নাসির উদ্দিন অসিম ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।





Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.