বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং ঢাকা মহানগর দক্ষিণে ২৪টি থানা ও ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করতে কর্মীসভা আয়োজনের লক্ষ্যে ৮টি সাংগঠনিক জোন বা টিম গঠন করা হয়েছে।
রবিবার ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এই সাংগঠনিক টিমগুলো ঘোষণা করেন।
জোনভিত্তিক টিমের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ:
গ্রুপ-০১
থানার নাম: পল্টন, মতিঝিল, শাহজাহানপুর
টিম প্রধান: ফরহাদ হোসেন (যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি)
সদস্য: ফজলে রুবায়েত পাপ্পু, এডভোকেট মহিউদ্দিন চৌধুরী, এডভোকেট হোসাইন আব্দুর রহমান, মো. উজির হোসেন উজ্জল
গ্রুপ-০২
থানার নাম: খিলগাঁও, সবুজবাগ, মুগদা
টিম প্রধান: এসকে সেকান্দার কাদির (যুগ্ম আহ্বায়ক)
সদস্য: এডভোকেট ফারুকুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী চায়না, হামিদুল হক, ইসমাইল তালুকদার খোকন, মোয়াজ্জেম হোসেন খান
গ্রুপ-০৩
থানার নাম: শাহবাগ, রমনা, বংশাল
টিম প্রধান: এডভোকেট মকবুল হোসেন সরদার (যুগ্ম আহ্বায়ক)
সদস্য: মো. শরিফ হোসেন, আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফর, নাছরিন রশীদ পুতুল, লোকমান হোসেন ফকির, খাজা হাবিব উল্লাহ হাবিব, মোজাম্মেল হক মজু
গ্রুপ-০৪
থানার নাম: নিউমার্কেট, হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান
টিম প্রধান: আব্দুস সাত্তার
সদস্য: কে. এম. জোবায়ের এজাজ, সাইফুল্লাহ খালিদ (রাজন), আরিফা সুলতানা রুমা, কাবিরুল হায়দার চৌধুরী, আলম মৃধা
গ্রুপ-০৫
থানার নাম: চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর
টিম প্রধান: আ. ন. ম. সাইফুল ইসলাম
সদস্য: আনোয়ার পারভেজ বাদল, সাইদ হাসান মিন্টু, নাদিয়া পাঠান পাপন, শফিউদ্দিন আহমেদ সেন্টু, শামসুন নাহার ভূঁইয়া
গ্রুপ-০৬
থানার নাম: সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী
টিম প্রধান: হারুনুর রশিদ হারুন
সদস্য: ফরিদ উদ্দিন, ওমর নবী বাবু, মামুন আহমেদ, নাসিমুল গণি খান, মো. আক্তার হোসেন
গ্রুপ-০৭
থানার নাম: যাত্রাবাড়ী, ডেমরা, কোতোয়ালি
টিম প্রধান: হাজী মনির হোসেন চেয়ারম্যান
সদস্য: আকবর হোসেন নান্টু, হাজী মোহাম্মদ নাজিম, আলমগীর হোসেন, রাইসেল হাসান হবি, আনোয়ার হোসেন সরদার, মোফাজ্জল হোসেন, আবুল হাশেম
গ্রুপ-০৮
থানার নাম: শ্যামপুর, কদমতলী
টিম প্রধান: লিটন মাহমুদ, জুম্মন মিয়া
সদস্য: আনোয়ার কবির, জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, হাজী মোজাম্মেল হোসেন সিকদার, হাজী জাকির হোসেন, নূরুল কাদির নাছিম