× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৭ পিএম । আপডেটঃ ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪২ পিএম

বিএনপি দলীয় লোগো : ছবি সংগৃহিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং ঢাকা মহানগর দক্ষিণে ২৪টি থানা ও ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করতে কর্মীসভা আয়োজনের লক্ষ্যে ৮টি সাংগঠনিক জোন বা টিম গঠন করা হয়েছে।


রবিবার ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এই সাংগঠনিক টিমগুলো ঘোষণা করেন।


জোনভিত্তিক টিমের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ:

গ্রুপ-০১


থানার নাম: পল্টন, মতিঝিল, শাহজাহানপুর

টিম প্রধান: ফরহাদ হোসেন (যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি)

সদস্য: ফজলে রুবায়েত পাপ্পু, এডভোকেট মহিউদ্দিন চৌধুরী, এডভোকেট হোসাইন আব্দুর রহমান, মো. উজির হোসেন উজ্জল

গ্রুপ-০২


থানার নাম: খিলগাঁও, সবুজবাগ, মুগদা

টিম প্রধান: এসকে সেকান্দার কাদির (যুগ্ম আহ্বায়ক)

সদস্য: এডভোকেট ফারুকুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী চায়না, হামিদুল হক, ইসমাইল তালুকদার খোকন, মোয়াজ্জেম হোসেন খান

গ্রুপ-০৩


থানার নাম: শাহবাগ, রমনা, বংশাল

টিম প্রধান: এডভোকেট মকবুল হোসেন সরদার (যুগ্ম আহ্বায়ক)

সদস্য: মো. শরিফ হোসেন, আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফর, নাছরিন রশীদ পুতুল, লোকমান হোসেন ফকির, খাজা হাবিব উল্লাহ হাবিব, মোজাম্মেল হক মজু

গ্রুপ-০৪


থানার নাম: নিউমার্কেট, হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান

টিম প্রধান: আব্দুস সাত্তার

সদস্য: কে. এম. জোবায়ের এজাজ, সাইফুল্লাহ খালিদ (রাজন), আরিফা সুলতানা রুমা, কাবিরুল হায়দার চৌধুরী, আলম মৃধা

গ্রুপ-০৫


থানার নাম: চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর

টিম প্রধান: আ. ন. ম. সাইফুল ইসলাম

সদস্য: আনোয়ার পারভেজ বাদল, সাইদ হাসান মিন্টু, নাদিয়া পাঠান পাপন, শফিউদ্দিন আহমেদ সেন্টু, শামসুন নাহার ভূঁইয়া

গ্রুপ-০৬


থানার নাম: সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী

টিম প্রধান: হারুনুর রশিদ হারুন

সদস্য: ফরিদ উদ্দিন, ওমর নবী বাবু, মামুন আহমেদ, নাসিমুল গণি খান, মো. আক্তার হোসেন

গ্রুপ-০৭


থানার নাম: যাত্রাবাড়ী, ডেমরা, কোতোয়ালি

টিম প্রধান: হাজী মনির হোসেন চেয়ারম্যান

সদস্য: আকবর হোসেন নান্টু, হাজী মোহাম্মদ নাজিম, আলমগীর হোসেন, রাইসেল হাসান হবি, আনোয়ার হোসেন সরদার, মোফাজ্জল হোসেন, আবুল হাশেম

গ্রুপ-০৮


থানার নাম: শ্যামপুর, কদমতলী

টিম প্রধান: লিটন মাহমুদ, জুম্মন মিয়া

সদস্য: আনোয়ার কবির, জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, হাজী মোজাম্মেল হোসেন সিকদার, হাজী জাকির হোসেন, নূরুল কাদির নাছিম

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.