× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অতিসত্বর নির্বাচন প্রয়োজন: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর ২০২৪, ২০:৫৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে

দেশের চলমান সমস্যাগুলোর সমাধানে দ্রুত নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, "একটি নির্বাচিত সরকার যত দ্রুত ক্ষমতায় আসবে, দেশের জন্য ততই মঙ্গল।"

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, "আমরা অতীতে একসঙ্গে আন্দোলন করেছি এবং স্বৈরাচারকে পরাজিত করেছি। সেই ধারাবাহিকতায় ৩১ দফা সংস্কার ও বাস্তবায়নের কাজ এখনও বাকি। এসব বিষয় জনগণের সামনে তুলে ধরতে বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য দলগুলো কাজ করে যাচ্ছে।"

তিনি আরও বলেন, "সংস্কার করতে হবে জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমে। আমাদের প্রণীত ৩১ দফার পাশাপাশি অন্য দলগুলো থেকে আসা সংস্কার প্রস্তাবগুলোও সংসদে উত্থাপন করা হবে এবং আলোচনা হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনের কোনো প্রস্তাব থাকলে, সেগুলোও ভবিষ্যতের জন্য বিবেচনা করে সংসদে আনা হবে। সবশেষে সিদ্ধান্ত নেবে জনগণের নির্বাচিত সংসদ।"


সংবাদ সারাবেলা/২৪ডিসেম্বর/মির

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.