বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে আহতদের দেখতে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান।
আজ (২৪ ডিসেম্বর) তিনি সেখানে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
তিনি আহতদের প্রতি বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহানুভূতি পৌঁছে দেন এবং স্বৈরাচার হাসিনা পতনে ছাত্র-জনতার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
এ সময় বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচার পতনে যাদের অবদান আছে তাদের সবার কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
বিএসএমএমইউতে তার সাথে ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো: রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. মো: নজরুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. আব্দুল আউয়াল, ছাত্রদল নেতা ডা. সিফাত, ডা. সোহেল, ডা. মশিউর, ডা. উল্লাস, ডা. শাওন, ডা. মোস্তাকিম প্রমুখ।