× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশাল মহানগর বিএনপির ওয়ার্ড কমিটি বিলুপ্ত

বরিশাল ব্যুরো

২৮ ডিসেম্বর ২০২৪, ২২:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বরিশাল মহানগর বিএনপির সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব জিয়া উদ্দিন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করা হয়।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচির জিয়া উদ্দিন শিকদার বলেন, ‘‘বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে ২১ নম্বর ওয়ার্ডে বিএনপির কোনো কমিটি নেই। ওই ওয়ার্ড ছাড়া ২৯টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই ৩০টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি গঠন করা হবে।’’

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বরিশাল মহানগরীর ২৯টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে সব ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হবে।’’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.