বরিশাল মহানগর বিএনপির সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব জিয়া উদ্দিন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করা হয়।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচির জিয়া উদ্দিন শিকদার বলেন, ‘‘বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে ২১ নম্বর ওয়ার্ডে বিএনপির কোনো কমিটি নেই। ওই ওয়ার্ড ছাড়া ২৯টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই ৩০টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি গঠন করা হবে।’’
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বরিশাল মহানগরীর ২৯টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে সব ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হবে।’’