× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এলপিজি সিলিন্ডার আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা

মাহমুদুর রশিদ

২৭ মার্চ ২০২৪, ১৮:১৫ পিএম

বর্তমানে সর্বত্র এলপিজি গ্যাস এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। বাসা-বাড়ী, রেস্তোরা, কারখানা সহ সকল স্থানে এলপিজি ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যত্রতত্র ভাবে তা সংরক্ষণ, পরিবহন এবং ব্যবহার হচ্ছে। ফলে অসতর্কতার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কিন্তু বাস্তবিক ভাবে এলপিজি একটি নিরাপদ গ্যাস হিসেবেই স্বীকৃত এবং এর সিলিন্ডার সমুহ নিরাপত্তা বিবেচনা করেই ডিজাইন করা হয়। তবে নিয়ম মেনে তা ব্যবহার এবং সংরক্ষণ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এলপিজি সিলিন্ডার নিয়ে আতংকিত না হয়ে সর্বক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করতে হবে-

> এলপিজি ব্যবহারের ক্ষেত্রে রান্না শেষে রেগুলেটরের সুইচ অফ করে দিতে হবে। এলপি গ্যাস বাতাস থেকে ভারী বলে কোনো লিক বা সংযোগের ত্রুটির কারণে নিঃসৃত গ্যাস ঘরের মেঝেতে জমা হয়। এ অবস্থায় গ্যাসপূর্ণ ঘরে আগুন জ্বালালে বা স্পার্ক করলে বিস্ফোরণ ঘটতে পারে।

> সিলিন্ডার আগুনে বা অন্যভাবে উত্তপ্ত হলে তরল এলপিজি দ্রুত গ্যাসে রূপান্তরিত হয়ে অস্বাভাবিক চাপ বৃদ্ধির ফলে সিলিন্ডার বিস্ফোরিত হতে পারে।

> রান্নাঘরে স্থাপিত আবদ্ধ কোনো ক্যাবিনেটে এলপিজি সিলিন্ডার রাখা যাবে না

> সিলিন্ডার কাত করে রাখলে বা চুলার উপরে রাখলে রান্নাঘরে অগ্নিকান্ড বা বিস্ফোরণ ঘটতে পারে। সিলিন্ডার কোনোভাবেই চুলার/আগুনের পাশে রাখা যাবে না।

> চুলা থেকে যথেষ্ট দূরে বায়ু চলাচল করে এমন স্থানে এলপিজি সিলিন্ডার রাখতে হবে।

> চুলা সিলিন্ডার হতে নিচুতে রাখা যাবে না, কমপক্ষে ৬ ইঞ্চি উপরে রাখতে হবে।

> গ্যাসের গন্ধ পেলে দ্রুত দরজা-জানাজা খুলে দিতে হবে এবং এলপিজি সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করতে হবে।

> অতিরিক্ত গ্যাস বের করার জন্য এলপিজি সিলিন্ডারে কখনো তাপ দেয়া যাবে না।

> রান্না শুরু করার ৩০ মিনিট আগে রান্নাঘরের দরজা জানালা খুলে দিতে হবে।

> সিলিন্ডারের ভাল্ভের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেগুলেটর ব্যবহার করতে হবে।

> সিলিন্ডারের চেয়েও অনেক বেশি মাত্রায় ঝুঁকিপূর্ণ এর সাথে সম্পৃক্ত এক্সেসরিজ। নিম্নমানের ভাল্ভ, ক্লিপ, হোসপাইপ ইতাদ্যির জন্য দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি ত্রুটিপূর্ণ সংযোগ দুর্ঘটনার কারন হতে পারে। তাই এগুলো নিয়মিত পরীক্ষা এবং পরিবর্তন করতে হবে।

> এলপিজি সিলিন্ডার রাখার স্থানে গ্যাস লিকেজ সনাক্তকারী যন্ত্র ব্যবহার করা উচিত। এতে লিকেজ ধরা পরলেই তা অ্যালার্ম দিবে।

> যদি কোন কারনে সিলিন্ডারে আগুন ধরে যায় তবুও আতংকিত না হয়ে ফায়ার ব্লাঙ্কেট অথবা মোটা কাপড় জাতীয় কিছু দিয়ে সিলিন্ডারটি ঢেকে দিতে হবে যেন অক্সিজেন হ্রাস হয়ে আগুন নিভে যায়।

> এলপিজি সিলিন্ডার মজুদকরার ক্ষেত্রে তা মূল ভবন থেকে নুন্যতম ৩ মিটার দূরে রাখা উচিত এবং নুন্যতম ৩ ঘন্টা অগ্নি প্রতিরোধক ভাবে দেয়াল করে দেয়া উচিত। ফায়ার ডোর ব্যবহার করতে হবে এবং যান্ত্রিক ভাবে ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে। স্থানটি শুখনো এবং শীতল হতে হবে।

> যেখানে এলপিজি সিলিন্ডার মজুদ করা হবে, সেখানে অন্যকোন কিছু মজুদ করা যাবে না।

> সিলিন্ডারগুলি বৈদ্যুতিক সংযোগ, দাহ্য পদার্থ, অতিরিক্ত তাপ, ক্রমাগত স্যাঁতসেঁতে, লবণ ইত্যাদি থেকে দূরে রাখতে হবে।

> সিলিন্ডারগুলো মাটি থেকে এমন ভাবে রাখতে হবে যেন মরিচা না ধরে।

> গ্যাস পূর্ণ এবং খালি সিলিন্ডাগুলো পৃথক ভাবে রাখতে হবে।

> এলপি গ্যাস ব্যবহারের, সংরক্ষণের এবং পরিবহনের সকল স্তরে প্রস্তুতকারক, ফায়ার সার্ভিস, জালানি এবং খনিজ সম্পদ বিভাগ এবং বিস্ফোরক অধিদপ্তরের নির্দেশিকা মেনে চলতে হবে।

লেখক : ভাইস প্রেসিডেন্ট, ইসাব

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.