রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন আজ। বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের দিনে ২৬ রানে ৬ উইকেটে পড়ে গেলে দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও লিটন কুমার দাস। সপ্তম উইকেট জুটিতে ১৬৫ রান তোলেন এই দুই ব্যাটার। ব্যাক্তিগত ৭৮ রানে মিরাজ ফিরে গেলেও টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন কুমার দাস।
এর আগে দিনের শুরুতে পাক বোলারদের গতি-স্যুইংয়ে পরাস্ত হয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধ্বস নামে। একসময় টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের এক ইনিংসে সর্বনিম্ন ৪৩ রানের রেকর্ড ভেঙে যাওয়ার ভয় উঁকি দিচ্ছিল। দলের এই আকালে হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও লিটন কুমার দাস। দুজন মিলে সমান তালে রান তুলতে থাকেন। একসময় এই জুটি শতরান পেরিয়ে যায়। দুজনই ফিফটির দেখা পান। যখন ভক্তদের মনে জোড়া শতকের ভাবনা উঁকি দিচ্ছিল ঠিক তখনই আবারও আঘাত হানেন খুররম শেহজাদ। আজকের দিনে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে যমদূতের মত আবির্ভাব ঘটে খুররমের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি।
এখন বাকিদিন লিটনের কাঁধে চড়ে কতদুর যায় বাংলাদেশ সেটাই দেখার বিষয়।