সম্প্রতি
সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে ইংল্যান্ডের ল্যাবে তার বোলিং অ্যাকশনের
পরীক্ষা নেওয়া হয়। সেখানে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ইংল্যান্ড এন্ড ওয়েলস
ক্রিকেট বোর্ড তার বোলিং নিষিদ্ধ করে। এবার বিসিবির কাছ থেকে এলো আরও বড় ধাক্কা।
আজ (১৫ ডিসেম্বর)
রাতে এক মিডিয়া বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব
আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ প্রতিযোগিতাগুলিতে
বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন। এর ফলে, সাকিব বাংলাদেশের বাইরের কোনো ঘরোয়া
ক্রিকেট প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না।
আইসিসির বোলিং
অ্যাকশন সংক্রান্ত আইনের কারণেই এই নিষেধাজ্ঞা। যেখানে ১১.৩ ধারায় বলা হয়েছে, ‘একটি
জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে
নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ-বিধি অনুযায়ী
করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে।’
তবে বিধি
১১.৪ অনুসারে, সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষার জন্য যেতে
পারেন। আর এবার যদি সাকিব তার বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে বৈধ প্রমাণ করতে পারেন তবেই
তিনি আবারও আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন। আপাতত ব্যাটার হয়েই
খেলছেন তিনি।