× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় টাইগারদের অভিনন্দন জানালেন তারেক রহমান

স্পোর্টস ডেস্ক।

২০ ডিসেম্বর ২০২৪, ১৬:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

২০১৮ সালের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ক্রিসমাস উপলক্ষ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জগুলোতে চলছে উৎসবমুখর আমেজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ জিতে ক্রিসমাসের উপহার হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ উপহার দিয়েছে টাইগাররা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টাইগারদের এই সাফল্যে বাংলাদেশ জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে - ব্যবধানের দুর্দান্ত জয় অর্জন করার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। এই অসাধারণ কৃতিত্ব তোমাদের অটুট নিষ্ঠা, দলগত কাজ এবং মাঠে অসাধারণ দক্ষতার প্রমাণ।

'এই ধরনের জয় শুধুমাত্র তোমাদের প্রতিভাকেই প্রদর্শন করে না বরং সারাদেশে লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে, ক্রিকেটের প্রতি আমাদের যে গর্ব এবং আবেগকে আরও শক্তিশালী করে। তোমাদের এই সাফল্য আন্তর্জাতিক মঞ্চে আরও বড় অর্জনের দিকে নিয়ে যাক। পুরো জাতি তোমাদের বিজয় উদযাপনে ঐক্যবদ্ধ।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল টাইগাররা। তৃতীয় ম্যাচটি ছিল ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার মিশন। যেখানে পুরোপুরি সফল হয়েছে লিটন বাহিনী।

এদিন আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১০৯ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা। এতে ৮০ রানের জয় পায় বাংলাদেশ।

এতে ২০১২ সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাই করার স্বাদ পেল বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল বাংলাদেশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.