× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ; শাস্তি পেলেন ফারুকি

স্পোর্টস ডেস্ক।

২০ ডিসেম্বর ২০২৪, ২৩:১৩ পিএম । আপডেটঃ ২১ ডিসেম্বর ২০২৪, ০০:৪২ এএম

ছবিঃ সংগৃহীত

আইসিসির আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা ভোগ করতে হয়েছে  আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজলুল হক ফারুকির। তাঁকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানাসহ তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। 

গতকাল (১৯ ডিসেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন আফগান এই ক্রিকেট তারকা ফারুকি। ইনিংসের পঞ্চম ওভারে ক্রেইগ আরভিনের প্যাডে বল লাগলে এলবিডাব্লিউর আবেদন করে আফগানিস্তান। কিন্তু আম্পায়ার কোনো রকম সাড়া দেননি। যদিও এই সিরিজে কোনো ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ছিল না। এরপরও রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন ফারুকি। 


অবশ্য পরবর্তিতে নিজের দোষ শিকার করেছেন ফারুকি। তাই তিনি আনুষ্ঠানিক কোনো শুনানি ছাড়াই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন।


জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল ১৫ রানে ২ উইকেট সংগ্রহ করেন ফারুকি। আর  জিম্বাবুয়েকে  ২৮৬ রানের পুঁজি নিয়ে ৫৪ রানে থামিয়ে দেয় তার দল। ২৩২ রানের রেকর্ডে জয় পায় আফগানিস্তান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.