× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সমালোচনার মুখে বিপিএল মিউজিক ফেস্টের টিকিটের দাম কমালো বিসিবি

স্পোর্টস ডেস্ক।

২২ ডিসেম্বর ২০২৪, ১৩:২৫ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর একাদশতম আসরের পর্দা উঠতে চলেছে আগামী ৩০ ডিসেম্বর। এর আগে বিপিএলের তিন ভেন্যুতে আয়োজিত হবে বিপিএল মিউজিক ফেস্ট। এরমধ্যে ঢাকায় আগামীকাল (২৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফেস্টে মঞ্চ মাতাবেন পাকিস্তানি কিংবদন্তি সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান। কিন্তু এর টিকিটের চড়া মূল্যে নাখোশ ক্রিকেট এবং সংগীতপ্রেমীরা। সমালোচনার তোপে শেষ পর্যন্ত বিসিবি টিকিটের মূল্য কমাতে বাধ্য হয়েছে।

আগামীকাল (২৩ ডিসেম্বর) মিরপুর শের- বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট। কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলি খান ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে গাইবেন। আসন্ন ফেস্টের জন্য প্রথমে সর্বনিম্ন টিকিটের (ক্লাব হাউজ) দাম নির্ধারণ করা হয়েছিল আড়াই হাজার টাকা। ছাড়া ক্রমান্বয়ে সিলভার ক্যাটাগরি হাজার, গোল্ড ক্যাটাগরি হাজার এবং সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরির দাম ১২ হাজার টাকা জানানো হলে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে গতকাল সেই মূল্য পুনঃনির্ধারণ করে দিয়েছে বিসিবি।

নতুন করে নির্ধারিত দাম অনুসারেমিরপুর শের- বাংলার মিউজিক ফেস্টে সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। শহীদ জুয়েল শহীদ মুশতাক স্ট্যান্ডে ওই দামে এই অনুষ্ঠান উপভোগ করা যাবে। ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০, সিলভার সিট ৪০০০, গোল্ড সিট ৬০০০ এবং প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের মূল্য সর্বোচ্চ ৮০০০ টাকা নির্ধারিত হয়েছে। এর বাইরে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্যজোন ৩৬নামে একটি স্থানে ১০০টি আসন সংরক্ষণ করে রাখা হয়েছে।

নতুন টিকেটমূল্য

উপমহাদেশের জনপ্রিয় সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলি খান তার দল ছাড়াও বিপিএল মিউজিক ফেস্টে গাইবেনমাইলস, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড। ছাড়া থাকছেন ্যাপার হান্নান, জেফার, মুজা সঞ্জয়। এই অনুষ্ঠানের জন্য ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টা থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মটিকিফাইয়ে' টিকিট বিক্রি শুরু হয়েছে।

ছাড়া সরাসরি টিকিট পাওয়া যাবে শের- বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের টিকিট বুথ, ধানমন্ডি গুলশান- অবস্থিত তাবাক রেস্টুরেন্ট, বেইলি রোডের দোসা এক্সপ্রেস, উত্তরার ডিগার রেস্টুরেন্ট মিরপুর১০ অবস্থিত ইনডোর স্টেডিয়ামে।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.