× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি: বিসিবির নতুন ঘোষণা

সংবাদ সারাবেলা ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৪, ১৯:২০ পিএম । আপডেটঃ ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:২০ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেটার : ছবি বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসেছে পরিবর্তনের নতুন ধারা। নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে ধারাবাহিক সভার সিদ্ধান্ত অনুযায়ী, নারী ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি এবং জয়ের বোনাস বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।


২০২৪-২৫ মৌসুম থেকে নারী দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হবে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন মাসে ২০ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। ফলে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসিক ১ লাখ ২০ হাজার এবং ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১ লাখ টাকা করে পাবেন।


‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতনও বাড়ানো হয়েছে ১০ হাজার টাকা করে। নতুন কাঠামো অনুযায়ী, ‘সি’ ক্যাটাগরির মাসিক বেতন ৭০ হাজার টাকা এবং ‘ডি’ ক্যাটাগরির বেতন হবে ৬০ হাজার টাকা।


নারী দলের ম্যাচ ফি এবং সিরিজ জয়ের বোনাসেও পরিবর্তন আনা হয়েছে। র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিন দলের বিপক্ষে ওয়ানডে জয়ে ক্রিকেটাররা ১ লাখ টাকা, ৪-৬ নম্বর দলের বিপক্ষে ৭৫ হাজার টাকা এবং ৭-৯ নম্বর দলের বিপক্ষে জয় পেলে ৫০ হাজার টাকা পাবেন। টি-টোয়েন্টির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।


২০২৪-২৫ মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে ১৮ জন নারী ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকী, রিতু মনি এবং নাহিদা আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার এবং রাবেয়া খান। ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের তালিকাও প্রকাশ করা হয়েছে।


এছাড়া, বিসিবি ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় চুক্তির বাইরেও আরও ৩০ জন নারী ক্রিকেটারকে ঘরোয়া চুক্তির আওতায় আনা হবে। জাতীয় লিগে খেলা নারী ক্রিকেটারদের জন্যও চুক্তি প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।


নারী ক্রিকেটে এ ধরনের পদক্ষেপ খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


সংবাদ সারাবেলা/২২ডিসেম্বর/মির

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । sarabelasaradesh@gmail.com । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.