× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা, ফিরেছেন জো রুট

ডেস্ক রিপোর্ট।

২২ ডিসেম্বর ২০২৪, ২০:০৩ পিএম

জো রুট: ছবি সংগৃহিত

ভেন্যু জটিলতায় আটকে ছিল চ্যাম্পিয়নস ট্রফির খেলা। শেষতক এই ঝামেলাও মিটেছে। দুই দলের চাওয়া-পাওয়া অনুযায়ী হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। তবে এখনও সূচি প্রকাশ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ইংল্যান্ড, ফিরলেন জো রুট

চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে জটিলতার অবসান হয়েছে। দুই দলের চাহিদার ভিত্তিতে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।


২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য দল গঠনের দিক থেকে এগিয়ে গেল ইংল্যান্ড। তারা প্রথম দল হিসেবে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।


দলে সবচেয়ে বড় চমক হল অভিজ্ঞ ব্যাটার জো রুটের প্রত্যাবর্তন। প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন তিনি। সর্বশেষ তিনি ২০২৩ সালের ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে ৩০.৬৬ গড়ে ২৭৬ রান করেছিলেন রুট। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর আর ওয়ানডে দলে দেখা যায়নি তাকে।


ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ ব্রেন্ডন ম্যাককালাম বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা কাজে লাগানোর জন্যই তাকে ফিরিয়ে এনেছেন। এ বছর টেস্টে অসাধারণ ফর্মে থাকা রুট ১৫৫৬ রান করেছেন ৫৫.৫৭ গড়ে, যেখানে রয়েছে ছয়টি সেঞ্চুরি। টেস্টের এক নম্বর ব্যাটার হিসেবেও বছর শেষ করেছেন তিনি।


তবে বেন স্টোকসকে স্কোয়াডে রাখা হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে বাঁ পায়ের হ্যামস্ট্রিং চোট এবং সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তিনি বাদ পড়েছেন। এছাড়া স্যাম কারান, রিস টপলি, ম্যাথু পটস ও উইল জ্যাকসকেও দলে জায়গা দেওয়া হয়নি।


চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। এই সিরিজের স্কোয়াডই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত। একই সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই নেতৃত্ব দেবেন জস বাটলার। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২২ জানুয়ারি।


ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড

জস বাটলার (অধিনায়ক), জো রুট, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মেহমুদ, ফিল সল্ট, মার্ক উড।


ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড

জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মেহমুদ, ফিল সল্ট, মার্ক উড।


সংবাদ সারাবেলা/২২ডিসেম্বর/মির

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.