× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিষেধাজ্ঞা কাটাতে সাকিবের ‘বিশেষ অনুশীলন’

স্পোর্টস ডেস্ক।

২২ ডিসেম্বর ২০২৪, ২০:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইংল্যান্ডের ল্যাবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটাতে তাকে আবারও পরীক্ষা দিয়ে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ করতে হবে। পুনরায় বল হাতে প্রতিপক্ষ ব্যাটারের মনে আতংক জাগাতে তাই বিশেষ প্রস্তুতি নিচ্ছেন সাকিব।

বিসিবি জানিয়েছে, ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ প্রতিযোগিতাগুলিতে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন। এর ফলে, সাকিব বাংলাদেশের বাইরের কোনো ঘরোয়া প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না।

তবে শ্রীলঙ্কায় লঙ্কা টি-টেনে খেলতে গিয়ে নিয়মিত বোলিং অনুশীলন করেছেন সাকিব। সেটা নিজ চোখেই দেখেছেন সতীর্থ মোসাদ্দেক হোসেন। আজ সিলেটে গণমাধ্যমকে নিয়ে তিনি বলেন, 'সেখানে অনেক অনুশীলন করেছে। ম্যাচ শুরুর আগে এবং শেষের পরও চেষ্টা করেছে। বোলিং নিয়ে খুবই সিরিয়াস অনুশীলন করেছে। পরীক্ষা দিবেন সব ঠিকঠাক থাকলে.... আমাদের তো অবশ্যই আশা থাকবে পাস করে আসুক। আবার ক্রিকেটে ব্যাক করুক এটাই তো চাই।'

দেশের জার্সিতে সাকিবের খেলা নিয়ে মোসাদ্দেক বলেন, 'শেষ কি না জানি না। কিন্তু অবশ্যই ভালো যে একটা টুর্নামেন্ট একসাথে খেলতে পারছি। কিছুদিন সময় কাটানোর মত সুযোগ হয়েছিল, অবশ্যই একটা ভালো ফিলিংস।'

এদিকে এনসিএল টি-টোয়েন্টিতে ফাইনাল খেলতে পেরে উচ্ছ্বসিত মোসাদ্দেক, 'খুবই ভালো একটা ম্যাচ খেললাম, সেই ম্যাচটা জেতার পরে ফাইনালে। ভালো খেলতে পারছি ভালো অবশ্যই। ভালো লাগছে।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.