× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে বিজয় দিবস হাফ ম্যারাথন

অন্তর দে বিশাল, স্টাফ রিপোর্টার (কক্সবাজার) প্রতিনিধি।

২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত

'Run for Heroes of Our Victory’ এ প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস হাফ ম্যারাথন। কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠত হবে এ ক্রীড়ানুষ্ঠান।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিজয় দিবস হাফ ম্যারাথন এর লোগো উন্মোচন করা হয়েছে। 

এতে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেনানিবাসের ২ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো নুরুন নবী।

উপস্থিত ছিলেন সেনাবাহিনী কক্সবাজার এরিয়া সদর দপ্তরের এডমিন কর্ণেল আরিফুজ্জামান,পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক মো ইয়ামিন হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিজামউদ্দিন আহমেদ,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সেনা কর্মকর্তা,বিভিন্ন ক্রীড়া সংগঠকবৃন্দ।


জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, মেরিন ড্রাইভ রোড ভাঙ্গার মুখ হতে ইনানী হোটেল বেওয়াচ পর্যন্ত মোট ২১ কিমি. সড়ক পথের ম্যারাথনটি সকাল ৭ টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১১ টায়। যেখানে সাতজন বিদেশীসহ ৩০০জন নারী ও পুরুষ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিচ্ছে। এ ছাড়া বিজয়ীদের অর্থ পুরস্কার ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হবে বলে জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.