× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘এলিট ক্লাবে' বাবর আজম

স্পোর্টস ডেস্ক।

২৭ ডিসেম্বর ২০২৪, ২২:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্যাটিংয়ে ফর্ম নেই, অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন। চলমান সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম ইনিংসেও সুবিধা করতে পারেননি তিনি। মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছেন। এরপরেও ক্রিকেটের তিন ফরম্যাটেই চার হাজার রান করে ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে ক্রিকেটের এক এলিট ক্লাবে নাম লেখালেন বাবর আজম।

সেঞ্চুরিয়ন টেস্টে কামরানের উপস্থিতির কারণে বাবর তার পছন্দের পজিশন ছেড়ে দেন। নম্বরে ব্যাটিং করতে নেমে খুব একটা ভালো করতে পারেননি তিনি। ডেন পেটারসনের বলে আউট হওয়ার আগে তিনি টেস্টে হাজার রান পূর্ণ করেন।

কোরবিন বোসকে চার মেরে টেস্টে হাজার রান পূর্ণ করেন বাবর। আর ওয়ানডে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগেই হাজার রানের এই মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। তাতে তিন ফরম্যাটেই চার হাজার রান করা ব্যাটারদের এলিট ক্লাবে প্রবেশ করলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

ক্রিকেট ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে এই ক্লাবে প্রবেশ করলেন বাবর। ২০২২ সালে বিরাট কোহলি প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করেছিলেন। কোহলির পর রোহিত শর্মা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।

দুই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে এই এলিট ক্লাবের নতুন সদস্য হলেন এবার বাবর। টেস্টে বাবরের মোট রান এখন হাজার ১। আর ওয়ানডেতে তিনি করেছেন হাজার ৯৫৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের মোট রান হাজার ২২৩।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.