আজ (২৮ ডিসেম্বর) মেলবোর্ন টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে এক সেঞ্চুরি তুলে নিয়েছেন নিতিশ কুমার রেড্ডি। দল যখন মহাবিপদে তখনই আট নম্বরে নেমে ক্রিকেট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাকালেন এই অলরাউন্ডার। তাঁর এই সেঞ্চুরির মাধ্যমে ফলোঅন এড়িয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ১১৬ ওভার ৯ উইকেটে ভারত সংগ্রহ করে ৩৫৮ রান। তখনও তাঁরা ১১৬ রান পিছিয়ে আছে। ২ রানে ক্রিজে ছিলেন মোহাম্মদ সিরাজ।
ভারতের টপ অর্ডার অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ধসে পড়েছিল। এরপর তাঁরা যশস্বী জয়সোয়াল ও বিরাট কোহলির ১০৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। পরবর্তিতে মাত্র ৮ বলের ব্যবধানে মাঠ থেকে বিদায় নেয় এই জুটি। ফের আবার বিপদের মুখে পরে ভারত।
৮২ রান সংগ্রহ করা জয়সোয়াল আনমনা হয়ে রান নিতে গিয়ে মিস করলেন সেঞ্চুরি। ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। শঙ্কা জেগেছিল ফলোঅনের লজ্জার।
তবে আজ (২৮ ডিসেম্বর) তৃতীয় দিনে ৮ম উইকেটে ১২৭ রানের দারুণ জুটি গড়েন নিতিশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। এই জুটিতেই ফলোঅন এড়িয়ে ভারত সামনের দিকে ছুটতে থাকে। ওয়াশিংটন সুন্দর ১৬২ বলে ৫০ রান করে নাথান লায়নের বলে শিকার হয়ে মাঠ থেকে বিদায় নেন। তবে ১৭১ বলে ১০ চার ১ ছক্কায় ঠিকই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ২১ বছরের পেস বোলিং অল-রাউন্ডার নিতিশ।