× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিতিশের সেঞ্চুরিতে ফলোঅন ঠেকাল ভারত

স্পোর্টস ডেস্ক।

২৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২ পিএম । আপডেটঃ ২৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত

আজ (২৮ ডিসেম্বর) মেলবোর্ন টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে এক সেঞ্চুরি তুলে নিয়েছেন নিতিশ কুমার রেড্ডি। দল যখন মহাবিপদে তখনই আট নম্বরে নেমে ক্রিকেট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাকালেন এই অলরাউন্ডার। তাঁর এই সেঞ্চুরির মাধ্যমে ফলোঅন এড়িয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ১১৬ ওভার ৯ উইকেটে ভারত সংগ্রহ করে ৩৫৮ রান। তখনও তাঁরা ১১৬ রান পিছিয়ে আছে। ২ রানে ক্রিজে ছিলেন মোহাম্মদ সিরাজ।


ভারতের টপ অর্ডার অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ধসে পড়েছিল। এরপর তাঁরা যশস্বী জয়সোয়াল ও বিরাট কোহলির ১০৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। পরবর্তিতে মাত্র ৮ বলের ব্যবধানে মাঠ থেকে বিদায় নেয় এই জুটি। ফের আবার বিপদের মুখে পরে ভারত। 


৮২ রান সংগ্রহ করা জয়সোয়াল আনমনা হয়ে রান নিতে গিয়ে মিস করলেন সেঞ্চুরি। ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। শঙ্কা জেগেছিল ফলোঅনের লজ্জার।      


তবে আজ (২৮ ডিসেম্বর) তৃতীয় দিনে ৮ম উইকেটে ১২৭ রানের দারুণ জুটি গড়েন নিতিশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। এই জুটিতেই ফলোঅন এড়িয়ে ভারত সামনের দিকে ছুটতে থাকে। ওয়াশিংটন সুন্দর ১৬২ বলে ৫০ রান করে নাথান লায়নের বলে শিকার হয়ে মাঠ থেকে বিদায় নেন। তবে ১৭১ বলে ১০ চার ১ ছক্কায় ঠিকই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ২১ বছরের পেস বোলিং অল-রাউন্ডার নিতিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.