× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেঞ্চুরির হ্যাট্রিক! ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিলেন জ্যোতি

স্পোর্টস ডেস্ক।

২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৫ পিএম । আপডেটঃ ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেটের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন। আজ (২৮ ডিসেম্বর) মধ্যাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নেমে দ্বিতীয়বার সেঞ্চুরি করেন তিনি। ২১৮ বলে ১১ টি বাউন্ডারিতে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন তিনি।

একই দিনে আরও তিন টি সেঞ্চুরির রেকর্ড করলেন দুই বাঘিনী মুর্শিদা খাতুন ও সোবাহানা মোস্তারি। মধ্যাঞ্চলের মুর্শিদা খাতুন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। আর অন্য আরেকটি মাঠে অনুষ্ঠিত ম্যাচে সেঞ্চুরি করেছেন সোবাহা মোস্তারি। 

এর আগে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে ওপেনার দিলারা ১৭০ রান এবং তিথি-সুপ্তার জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে  ৩৫৪ রান সংগ্রহ করেছিল। জবাবে মধ্যাঞ্চলের হয়ে ১৭০ রানেরে দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার মুর্শিদা খাতুন, যা দলকে একটা শক্ত বিট গড়ে দেয়।


মুর্শিদার পরি সেঞ্চুরি পায় দলের আরেক খেলোয়াড় ‘রানমেশিন’ খ্যাত নিগার সুলতানা জ্যোতি। দুজনের জোড়া সেঞ্চুরিতে লিড নেয় মধ্যাঞ্চল। এদিকে অন্য মাঠে অনুষ্ঠিত ম্যাচে উত্তারঞ্চলের হয়ে ১৪৬ বলে ১১৮ রান সংগ্রহ করে সেঞ্চুরি করেন সোবাহানা মোস্তারি।        


নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) একের পর এক সেঞ্চুরি হচ্ছে। এর আগে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন মধ্যাঞ্চলের অধিনায়ক নিগার। এরপর ফারজানা হকও পেয়েছেন সেঞ্চুরির দেখা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.