বিপিএলের চলমান আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবি। টি-টোয়েন্টি ফরম্যাট হলেও বিপিএল দিয়ে তিনি আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছেন।
আজ (২৫ জানুয়ারি) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেছিলেন নবি। জানা যায়, এই আফগান অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নিবেন।
টি-টোয়েন্টির মাঝেই ভিন্ন ফরম্যাটের প্রস্তুতি প্রসঙ্গে নবি জানান, ‘এটা পুরো ভিন্ন এক কন্ডিশন। তবে এখন ফোকাস বিপিএলে। এখান থেকে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবব। তবে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। শরীর, মন ও ফিটনেস যেন ঠিক থাকে। পরবর্তী টুর্নামেন্টের ফরম্যাটটা ওয়ানডে। ১০০ ওভারের ম্যাচ নিয়েও ভাবতে হচ্ছে। এ কারণে ফিটনেস নিয়ে বেশি কাজ করছি। বাংলাদেশে লম্বা সময় ব্যাটিং-বোলিং করছি, যা সামনে কাজে লাগবে।’
একসঙ্গে নিজেকে দুই ফরম্যাটের জন্যই প্রস্তুত করছেন বলে জানান তিনি, ‘এটা পুরোটাই মানসিকতার ব্যাপার। ওই যে বললাম, নিজের শরীরকে ওয়ানডের জন্য তৈরি করছি। জিম করছি, প্র্যাকটিস করছি, লম্বা সময় ধরে ব্যাটিং-বোলিং করছি। যাতে বিপিএলের প্রস্তুতিও হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিরও হয়। প্রথম লক্ষ্য বিপিএল, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি।’
![dhakapost](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025January/nabi-with-son-bpl-20250125192117.jpg)
এবারের বিপিএল খেলতে আসার সময় ছেলেকেও সঙ্গে করে নিয়ে এসেছেন নবি। দেশে ফেরার আগে এখানকার সময়টা সে উপভোগ করছে বলেও জানান তিনি, ‘ও বাংলাদেশ খুব উপভোগ করছে। আমার সঙ্গে নিয়মিত অনুশীলনেও আসছে। সে এক সপ্তাহের জন্য এসেছিল। ঘরে ফিরে গেছে, স্কুলে যাচ্ছে। বাংলাদেশে বেশ উপভোগ করেছে সে। শারজায় একটা একাডেমিতেও যায়। ক্রিকেটটা ভালোবাসে।’
উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর অনুষ্ঠিত হবে। পাকিস্তানের তিনটি (লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি) এবং দুবাইয়ের (কেবল ভারতের ম্যাচ) একটি ভেন্যুতে এই লড়াইয়ে নামবে ৮টি দেশ। আইসিসির এই মেগা টুর্নামেন্টে আয়োজক পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আফগানিস্তানের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।