বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর শুরুর দিন থেকেই ভক্ত-সমর্থকদের মুগ্ধ করে চলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। গত বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে লাল-সবুজের জার্সিতে স্মরণীয় দিন কাটিয়েছেন। দল যখন একটি গোলের জন্য মরিয়া ছিল, তখনই তৃষ্ণার্ত ভক্তদের দুর্দান্ত এক বাইসাইকেল কিকে হামজার গোল। পরে পেনাল্টি থেকে আরেকবার জাল কাঁপান তিনি। যদিও অতিরিক্ত সময়ে গোল হজম করে হতাশার সমতায় ম্যাচ শেষ করতে হয়।
এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই হতাশ হয়েছিলেন হামজাও। যদিও আরও প্রস্তুতি নিয়ে বড় ম্যাচের লড়াইয়ে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মাঠে নামার আগে হামজা জানালেন, তারা প্রস্তুত।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তারকা মিডফিল্ডার লিখেছেন, বড় ম্যাচের সব প্রস্তুতি সম্পন্ন। দর্শকদের কাছ থেকে এত দিন যেমন সমর্থন পেয়েছেন সেটা আজও স্টেডিয়ামের গ্যালারিতে দেখতে চেয়েছেন হামজা।
প্রসঙ্গত, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম রাউন্ডে আজ (মঙ্গলবার) ঢাকায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত (Bangladesh vs India)। দুই দল আগেই ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে। তবুও এই লড়াইয়ের আগে ‘যুদ্ধের আঁচ’ পাওয়া যাচ্ছে। মাঠে বাংলাদেশ-ভারতের প্রতিদ্বন্দ্বিতা এখন নতুন মাত্রা যোগ করেছে। তাই এই ম্যাচ নিয়মরক্ষার হলেও দুই দলই নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার পণ করেছে।
চার ম্যাচের খেলা শেষে ‘সি’ গ্রুপে দুই দলের সমান চার পয়েন্ট। গোলপার্থক্যে এগিয়ে বাংলাদেশ। আর তলানিতে ভারত। এই ম্যাচ শুধু পয়েন্ট ব্যবধান বাড়ানোর নয়, আত্মবিশ্বাস পুনরুদ্ধার করার আর গৌরব অর্জনের।