× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এই বছর গুগল সার্চের শীর্ষে ছিল যেসব বিষয়!

টেক ডেস্ক।

২৩ ডিসেম্বর ২০২৪, ২০:২০ পিএম । আপডেটঃ ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:২০ পিএম

নতুন বছরকে আমন্ত্রন জানিয়ে চলতি বছরের বেশ আলোচিত সমালোচিত ট্রেন্ড নিয়ে গুগল সাজিয়েছে এবারের 'ইয়ার ইন সার্চ- ২০২৪'। শুরু থেকেই মানুষের জানার আগ্রহকে পুরোপুরি আশ্বস্ত করে আসছে গুগল। সেক্ষেত্রে কারো দ্বারস্থও হতে হয় না তেমন। তবে কি এমন মানুষের আগ্রহ কিংবা জানার বিচিত্রতা! সেটাই দেখা যাবে এবারের 'ইয়ার ইন সার্চ- ২০২৪'-এ।

এ বছর গুগলে সবচেয়ে বেশি খুঁজেছে মানুষ মার্কিন নির্বাচন সংক্রান্ত বিষয় তথ্য। তারপরেই স্থান করে নিয়েছে আইফোন, ব্লকবাস্টার বিভিন্ন সিনেমা রিলিজের তথ্য। সাথে, টিকটক ও ফ্যাশন-স্টাইল সম্পর্কিত নানা তথ্য।

বেশ কয়েকটি ক্যাটাগরিতে এই সার্চগুলো হয়েছে। তার মধ্যে, ইভেন্ট, ব্যক্তি, মৃত ব্যক্তি, সাউন্ড, নিউজ ইত্যাদি।

ইভেন্ট: ক্রীড়া ইভেন্ট ছিল এইবারের ২০২৪ সালের সার্চ জায়ান্টের শির্ষে। তালিকার প্রথমেই কোপা আমেরিকা, দ্বিতীয়তে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (উয়েফা) এবং তৃতীয়তে রয়েছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপরেই ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ, ভোকালিস্ট লিয়াম পেইন ও প্রয়াত ওয়ান ডিরেকশন সদস্য, ডোনাল্ড ট্রাম্প, আইফোন-১৬। এছাড়াও প্যারিসে অনুষ্ঠিত ২০২৪ সালের অলিম্পিক গেমস এবং প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন সম্পর্কিত তথ্যও সার্চের ট্রেন্ডিংয়ে ছিল।

ব্যক্তি: সবচেয়ে বেশি খোঁজ করা ব্যক্তিদের ট্রেন্ডিং-এ প্রথমেই ছিল ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয়তে ক্যাথরিন ও প্রিন্সেস অফ ওয়েলস, তারপর একে একে কমলা হ্যারিস, ইমান খলিফ ও সাবেক প্রেসিডেন্ট  বাইডেন।

সাউন্ড: চলতি বছর গুগলে সবচেয়ে সার্চ করা শব্দের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত সংবাদ, নিউ ইয়র্ক টাইমসের গেম কানেকশন ও নিউ ইয়র্কের বাস্কেটবল দল ‘নিউ ইয়র্ক ইয়াঙ্কিস’।

নিউজ: সার্চের অবস্থান না জেনেই আপনি বুঝতে পারবেন এইবারের টপ নিউজ কি থাকতে পারে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনই ছিল এই বছরের এখন পর্যন্ত গুগলে সার্চ করা সংবাদের মধ্যে প্রথম, দ্বিতীয়তে রয়েছে অতিরিক্ত তাপদাহ, তৃতীয়তে অলিম্পিক ও চতুর্থতে হারিকেন মিল্টন।

মৃত ব্যক্তি: মৃত ব্যক্তিদের মধ্যে সার্চ লিস্টের প্রথমেই বিখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইনের অবস্থান, দ্বিতীয়তে মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার টবি কিথের, এরপর একে একে বিখ্যাত ফুটবলার ওজে সিম্পসন, হলিউড অভিনেত্রী শ্যানেন ডোহার্টি ও ছিলেন জাপানি মাঙ্গা শিল্পী আকিরা তোরিয়ামা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.