দৈনিক সংবাদ সারাবেলা, নতুন এ দৈনিকটি আমরা দেখছি যে, মুক্তিযুদ্ধকে গুরুত্ব
দিয়ে তাদের সংবাদ প্রকাশ করছে, আমি এর প্রশংসা করছি। আমি আশা করি মুক্তিযুদ্ধের চেতনা
নিয়ে তারা সত্যের পক্ষে থাকবে। অনেক সময় অনেকে বলে যে আমরা নিরপেক্ষ। একটা মানুষ কখনও
নিরপেক্ষ হতে পারে না। আসলে সত্যের পক্ষে থাকতে
হবে। কোথাও কোন একটা মিথ্যা কাজ হবে, সেখানে কেউ যদি নিরপেক্ষতার কথা বলে মিথ্যাকে মিথ্যা না বলে-সেটাকে
আমি এক ধরণের প্রবঞ্চনা বলে মনে করি। যেকোন লোকের উচিৎ সত্যের পক্ষে থাকা, ন্যায়ের
পক্ষে থাকা। আমি আশা করি দৈনিক সংবাদ সারাবেলা সব সময় সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের
পক্ষে থাকবে। দৈনিক সংবাদ সারাবেলার সাথে জড়িত সম্পাদক, প্রকাশক, সাংবাদিক এবং অন্যান্য
কলা-কুশলীদের প্রতি আমার অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।